
ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে অনুমোদনহীন একটি সেমাই কারখানার সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোন অনুমোদন নেই কারখানাটিতে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, বোম্বে সুইটসের লোগো ও বিএসটিআই'র নকল লেগো ব্যবহার করায় মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ মার্চ) দুপুরে ফেনী শহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য অধিদফতর।
শহরের ১৮নং ওয়ার্ড, রামপুর পাটোয়ারি বাড়ী এলাকায় হক ফুড প্রোডাক্টস এ গিয়ে সন্ধান মিলেছে অনুমোদনহীন চাঁনতারা সেমাই কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ এবং বোম্বে সুইটস ও বিএসটিআই'র লোগো ব্যবহার করে বাজারজাত করা হয় নকল সেমাই।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হক ফুড প্রোডাক্টসে মালিক ইফতেখার রাশেদ (৪০) কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ ঠিক করে প্রয়োজনীয় সকল অনুমোদন নিয়ে উদপাদন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় কারখানা বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় ফেনীতে ভেজাল নিয়ন্ত্রণে জেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন, ক্যাব প্রতিনিধি সৈয়দ মনির, জেলা স্যানেটারি পরিদর্শক করিমুল হক, ব্যাটেলিয়ান আনসারের সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]