নোয়াখালীতে ছাত্রদল সম্পাদক নাছিরকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:৫৩
নোয়াখালীতে ছাত্রদল সম্পাদক নাছিরকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর বিভিন্ন কলেজ এবং মাদরাসাসহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।


এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে কুশপুত্তলিকা দাহ করে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।


সোমবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রী কলেজ, চৌমুহনী এসএ কলেজ, কবিরহাট সরকারি কলেজ ও সরকারি মুজিব কলেজ’সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সভা করেছে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।


কবিরহাট সরকারি কলেজের নবগঠিত কমিটি নিয়ম বহির্ভূতভাবে অর্থের বিনিময়ে গঠিত হয়েছে বলে অভিযোগ করেন সাবেক কবিরহাট সরকারি কলেজের আহবায়ক ইমতিয়াজ আহমেদ রিজন, তিনি বলেন নতুন কমিটি ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দুঃসময়ে এবং জুলাই বিপ্লবে প্রাণ বাজি রেখে রাজপথে ভূমিকা রাখেছি আমি আজ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে যে কমিটি গঠিত হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে, আমি ছাত্রলীগের নানা হুমকি, হামলা মামলা মোকাবেলা করে বিগত সময়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলকে বিকশিত করার জন্য কাজ করেছি। সরকারের মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করেছি। অথচ সদ্য ঘোষিত কমিটিতে আমার স্থান হয়নি। বিপরীতে ছাত্রলীগ করা কর্মীকে কলেজের সভাপতি বানানো হয়েছে। যা অত্যন্ত নেক্কারজনক। কমিটি গঠনের সাথে সংশ্লিষ্টরা শুধুমাত্র অর্থের লোভে ব্যক্তি স্বার্থ হাসীলের উদ্দেশ্যে এ কমিটি করেছে। যা ফ্যাসিবাদের ষড়যন্ত্র বাস্তবায়নের নামান্তর। এভাবে যদি ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগকে পুনর্বাসিত করা হয় তাহলে সংগঠন দুর্বল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আমরা অবিলম্বে অর্থের বিনিময়ে গঠিত এই পকেট কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।


বিক্ষোভকারী ছাত্রদল নেতারা জানান, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলো, আওয়ামী শাসন আমলে নির্যাতনের শিকার হয়েছিলো, তাদের বাদ দিয়ে কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। যা অর্থের বিনিময়ে পকেট কমিটি দেওয়া হয়েছে। কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাদের মির্জার হেলমেট বাহিনীর সদস্য ছাত্রলীগ নেতা, কিশোর গ্যাং, অছাত্র ও বিবাহিতদের দিয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে।


পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি প্রত্যাখান করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় নাসিরের গালে গালে, জুতা মারো তালে তালে, ছাত্রদলের অবৈধ পকেট কমিটি, মানি না মানবো নাসহ নানান স্লোগানে মিছিল বের করে পদবঞ্চিতরা। মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিক্ষুব্ধরা।


বিবার্তা/সাইফ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com