লামায় কিস্তির চাপে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৫:২৬
লামায় কিস্তির চাপে যুবকের আত্মহত্যা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় মো. আমজাদ আলী (২৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


সোমবার (২৪) সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি পাড়ায় ঘটনাটি ঘটে।


আমজাদ হোসেন পশ্চিম লাইনঝিরি পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলীর ছেলে। এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকার চাপ সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন বলে জানান স্বজনেরা।


সূত্র জানায়, আমজাদ আলী দিন মজুরের কাজ করতেন। কিছুদিন আগে তিনি দুইটি এনজিও থেকে পারিবারিক কাজের জন্য ঋণ নেন। তেমন একটা আয় না থাকায় তিনি যথা সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। গত ১৫ দিন ধরে সংস্থার লোকজন ঋণের কিস্তির জন্য বেশি চাপ প্রয়োগ করে আসছিলেন। গত রবিবারও ছিল কিস্তির তারিখ। এক পর্যায়ে ঋণের কিস্তির চাপ সইতে না পেরে সোমবার সকাল ৬টার দিকে নিজ ঘরের ভিমের সাথে ফাঁস দেন আমজাদ আলী।


নিহতের বড় ভাই আকবর আলী বলেন, শক্তি ফাউন্ডেশন থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য গত ১৫ দিন ধরে আমজাদ আলীকে চাপ দেওয়া হচ্ছিল। গতকাল ছিল কিস্তি পরিশোধের নির্ধারিত দিন। ঋণের চাপের কারণে আমজাদ চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহও এই ঘটনার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আমজাদ আলী দুইটি এনজিও থেকে ঋণ নিয়ে যথা সময়ে পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে হয়ত মানসিক হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আমজাদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/নুরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com