বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা, ভুয়া মেজর আটক!
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৪:৪২
বেকার যুবকদের টার্গেট করে প্রতারণা, ভুয়া মেজর আটক!
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর নগরীর জাহাজ কোম্পানী এলাকায় সেনাবাহিনীর পরিচয় দেয়া এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনী।


রবিবার (২৩ মার্চ) রাতে তাকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।


এসময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, ওয়াকিটকি, মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেবার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র সনদ উদ্ধার করা হয়েছে।


গ্রেফতার ওই ভুয়া মেজরের নাম মো. ফজলে রাব্বি (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাতুরিয়াইউনিয়নের কাঠাল ডাংগী গ্রামের মোকতার আলমের ছেলে।


এ তথ্য নিশ্চিত করে ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানী মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে মো. ফজলে রাব্বিসহ আরো বেসামরিক পোশাকে ৪ জনকে দেখতে পাই। তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। পরে আমি তাদের পেছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মো. ফজলে রাব্বিকে আটক করে। জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন রাব্বি। এসময় আমি নিকটবর্তী সেনা ক্যাম্পে জানালে তারা এসে অনুসন্ধান করে জানতে পারে তিনি সেনাবাহিনীর সদস্য না।


রাব্বি জানায়, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com