
দিনাজপুরের খানসামায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প" এর আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে ২৬০০ জন কৃষকের মাঝে এসব পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এসময় প্রতি জন কৃষককে ৩৩ শতক জমির জন্য ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, আরডিও রেজাউল করিম, পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকগণ প্রমুখ।
বিবার্তা/জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]