হিলিতে তেলবাহী লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২১:১১
হিলিতে তেলবাহী লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তেলবাহন কারী লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে লরীর চাপায় হেল্পার রাসেল মিয়া(৩৬) ও তেলের পাম্পের ম্যানেজার সাব্বির হোসেন সৈকত(৪০) নিহত হয়েছেন।


রবিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে হিলি-দিনাজপুর রোডের উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বিজিবি কাটার অদূরে (লোহাচড়া) এলাকায় তেলের লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লরীর চাপায় ঘটনা স্থলে ট্রাকের হেল্পার রাসেল মিয়া ও ম্যানেজার সাব্বির হোসেন নিহত হয়। এঘটায় আহত লরীর ড্রাইভার মোঃ জাহিদ হোসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে মনে করছেন পুলিশ।


নিহত হেল্পার রাসেল মিয়া পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার মাধখুর গ্রামের সুরত আলীর ছেলে এবং ম্যানেজার সাব্বির হোসেন সৈকত একই উপজেলার সুলতানপুর গ্রামের সোহেল রানার ছেলে। আহত লারীর ড্রাইভার জাহিদ হোসেন দূর্ঘটনার পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ধারণা পুলিশের।


বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।


নিহতের স্বজনরা বলেন, নিহত হেল্পার রাসেল মিয়া ও ম্যানেজার সাব্বির হোসেন সৈকত পাঁচবিবি (বটতলী) ফিলিং স্টেশনের কর্মরত ছিলেন। আজ লরী নিয়ে তেল নেওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিল। ঘটনা স্থলে এসে লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় লরীর নিচে তারা দুজনেই চাপা পড়ে এবং সেখানেই তাদের মৃত্যু হয়। এঘটনায় লরীর ড্রাইভার পালিয়ে গেছে।


হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, আজ দুপুর সাড়ে বারোটার দিকে হিলি দিনাজপুর রোডে তেলের লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লরীর চাপায় পানিতে ডুবে ঘটনা স্থলে দুই জন নিহত হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশের চৌকস দল নিয়ে পৌঁছায়। ঘটনা স্থলে গিয়ে দেখি ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁচেছেন। তাদের সাথে নিয়ে রাস্তার পাশের খাদে লরীর নিছে চাপা পড়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এস আই মাহফুজ হোসেন। স্বজনদের কোন অভিযোগ না থাকলে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com