
দিনাজপুরের হিলিতে ১ নং খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এর বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ভুক্তভোগীরা।
রোববার (২৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলার মংলা-কাঠলাবাজার সড়কের নয়নগর গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। এরপর চেয়ারম্যান ছদরুল শামিম স্বপন এরপর কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষুদ্ধরা জনতা।
কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানায়, উপজেলার ১ নং খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান নারী লোভী লোক। তার পরিষদে কোন নারী সেবা প্রত্যাশী গেলে তাদের টিসিবি ভিজিএফ, ভিজিডি কার্ড করে দেয়ার প্রলোভনে কু-প্রস্তান দিয়ে থাকেন।
সম্প্রতি এক দিনমজুরের স্ত্রীকে প্রলোভন দিয়ে কু-প্রস্তাবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
এবিষয়ে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপন মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথা ষড়যন্ত্রের স্বীকার আমি। ভিজিডি কার্ডের বিষয়ে আমি কোন মহিলার সাথে কথা বলি নাই। আমি কথা বলেছি পুরুষ লোকের সাথে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]