ব্রাহ্মণবাড়িয়ায়
সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০:৩৮
সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড উন্নীতকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ।


রবিবার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহন করেন।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ, সাধারন সম্পাদক নাজমুল হক শিকদার, নাসিরনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল হুদা, নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনসুর আহমেদ প্রমুখ।


স্মারকলিপিতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম এ উন্নতীকরণের দাবি জানানো হয়।


স্মারকলিপি প্রদান শেষে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ জানান, এই বিভাগে কর্মকরত সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দদের বঞ্চিত রেখে প্রাথমিক ডিপার্টমেন্টের উন্নয়ন ও অগ্রগতি কখনো সম্ভব নয়। এই কর্মকর্তারা প্রাথমিক ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেও তারা অবহেলার শিকার। বিগত ৩০ বছর ধরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে কোনো গ্রেড উন্নতীকরণ করা হয়নি। এতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ বৈষম্যের শিকার হচ্ছে। এ অবস্থায় শিক্ষার সার্বিক পরিবেশ উন্নতীকরণের জন্য সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের গ্রেড উন্নতীকরণের দাবি জানান।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com