
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।
এর আগে, শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।মৃত বিজিবি সদস্য মোহাম্মদ বেলাল (২৮) বিজিবির শাহপরীরদ্বীপ সীমান্ত ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, শুক্রবার মধ্যরাতে নাফ নদীর শাহপরীরদ্বীপ এলাকায় রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির পর বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালান।
রবিবার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া সৈকতের অদূরে সাগরে একটি মরদেহ ভাসতে দেখে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা তা উদ্ধার করেন। এরপর মরদেহটি শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাটে নিয়ে আসা হয় এবং পরে বিজিবি সদস্যরা তা নিয়ে যান।
এ ঘটনায় এখনও কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নাফ নদী ও সাগরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]