ব্যবসায়ী অপহরণ: নাগরিক কমিটির নেতাসহ গ্রেফতার ৫
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১০:৩১
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে অপহৃত নুর আলমকে বসুপাড়া এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।


গ্রেফতার হওয়া অন্যরা হলেন, জিয়াউস সাদাত, ইমনের সহযোগী জয় হাসান এবং সাকিব রহমান। জানা গেছে, ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য এবং পিয়ারু সদ্য বিলুপ্ত খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।


খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম জানান, নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে নুর আলমও খুলনায় অবস্থান করছিলেন। শুক্রবার রাতে তাকে অপহরণ করে বসুপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হয় এবং ছেলের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
নুর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ কৌশলে অপহরণকারীদের ফাঁদে ফেলে। মুক্তিপণ নিতে নগরীর ময়লাপোতা হোটেল গ্র্যান্ড প্লাসিডের সামনে এলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com