
গাজীপুরে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাপন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন—শাকিল হোসেন (২৭), শাহেদ আলী (১৯) ও কামরুল ইসলাম (১৭)।
পাপন জানিয়েছেন, শনিবার বিকেলে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। শাহেদ ও কামরুলকে শুক্রবার বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাদের হাজতে পাঠিয়েছেন।
এজাহার অনুসারে, গত বৃহস্পতিবার গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী পরিবহনের একটি বাসে নারী যাত্রীকে ধর্ষণের চেষ্টা হয়। তীব্র যানজটের বাসের অন্য যাত্রীরা নেমে গিয়েছিলেন। ওই নারী ঘুমিয়ে পড়ায় যাত্রীদের আসনে তিনি একাই ছিলেন।
সে সময় বাসে দুইজন চালক ছিলেন—বাচ্চু মিয়া ও শাকিল হোসেন। এছাড়া, বাসের দুইজন স্টাফ ছিলেন। তারা হলেন—শাহেদ আলী ও কামরুল ইসলাম।
বৃহস্পতিবার রাতেই ওই নারী কোনাবাড়ী থানায় একটি অভিযোগ করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, 'পলাতক আসামি বাচ্চুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]