ফেনীতে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনের কারাদণ্ড
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২০:১৬
ফেনীতে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনের কারাদণ্ড
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে অবৈধভাবে রাতের আঁধারে কৃষিজমির মাটি লুট করায় ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


২১ মার্চ, শুক্রবার ভোররাতে ফেনী সদরের ধর্মপুরের জামতলা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সজীব তালুকদার। অভিযানে একটি স্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়েছে।


জানাগেছে, ভোররাতে কৃষিজমির মাটি লুট করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা এমন তথ্যের ভিত্তিতে সদরের ধর্মপুর ইউনিয়নের জামতলা গ্রামে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় মাটি কাটায় জড়িত ১১ জনকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়।


দণ্ডিতরা হলেন, নুর করিম (৪২), আবদুল কাদের জিলানী (২০), আবদুল হালিম রাফি ( ২১), মো: ওমর ফারুক(৩০), মো: আবদুল হালিম (৩২), রানা আহমেদ(২৪), রাব্বি হাসান (২০), মর্তুজা আলি ( ৩৭), আরিফ হোসেন ( ৩২), একরাম হোসেন (২২) ও আকবর হোসেন (৩৫)। এ সময় একটি স্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়।


অভিযানে সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীকে, ফেনী মডেল থানাল পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ।


ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, ফসলি জমির মাটি খেকোদের ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে দৃঢ়প্রতিজ্ঞ।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com