
দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. মোনায়েম মিঞা (৪০) কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মোনায়েম মিঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে।
শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরানো শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা মোনায়েম মিঞাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর বলেন, রাজনৈতিক মামলায় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মেও তিনি জানান।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]