
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচি সমন্বয়কারী মো. রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্ত¡না দাস, কংকনা দাস।
অংশগ্রহণকারীরা পরিত্রাণ অফিস থেকে র্যালি সহকারে তালা সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে।
বক্তারা ১১ দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, জাতীয় দলিত কমিশন গঠন করা, সরকারি সেফটিনেট কর্মসূচিতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক অন্তর্ভুক্ত করা, দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা, সরকারের গৃহায়ন কর্মসূচিতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া, বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলিত যুবদের প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বিবার্তা/সেলিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]