
নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বগুড়ার সান্তাহার থেকে তিনজন ভ্যান চোরকে আটক করেছে। এসময় চোরাই দুটি অটো চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ।
১৯ মার্চ, বুধবার আত্রাই উপজেলার মহাদিঘী এলাকা থেকে ভ্যানগুলো চুরি হয়।
আটককৃতদের বিরুদ্ধে রাতেই মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো-বগুড়ার সান্তার এলাকার উথরাইল গ্রামের শেখ মোহাম্মদের ছেলে আবু বক্কর,সান্তাহার চকসাবাদ গ্রামের আব্দুল জলিলের ছেলে নান্টু দেওয়ান ও নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাহাব উদ্দীন বলেন, বুধবার উপজেলার মহাদিঘী এলাকা থেকে দুটি অটো চার্জার ভ্যান চুরি হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতেই বগুড়ার সান্তার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চুরি যাওয়া দুই অটো চার্জার ভ্যান উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই ভ্যান চুরির ঘটনায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]