চাঁদা না দেয়ায় দোকানে তালা দিয়েছে বিএনপি নেতা
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২০:২৩
চাঁদা না দেয়ায় দোকানে তালা দিয়েছে বিএনপি নেতা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে দাবীকৃত চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকানে তালা লাগিয়ে দিয়েছে সদর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে।


এরপরও চাঁদা না দিলে মালিকের সহযোগিতায় ওই ব্যবসায়ীকে উচ্ছেদ করার হুমকিও দেয়া হচ্ছে। থানায় অভিযোগ না দেয়ায় কোন ব্যবস্থা নেয়া যায়নি বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাগাজী পৌর শহরের তাকিয়া রোডের শরীফ ম্যানশনের নীচতলায় দীর্ঘদিন পর্যন্ত অভি ক্রোকারিজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন রানা।


সম্প্রতি চাঁদা দাবি করে সদর ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর। দাবিকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আলমগীরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী এসে দোকান কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে সাঁটারে তালা ঝুলিয়ে দেয়।


আলমগীরের দাবি, গত কয়েকমাস আগে মালিকপক্ষ ব্যবসায়ী রানাকে দোকান ছাড়তে নোটিশ দেয়। নোটিশের কোন জবাব না দেয়ায় মালিকের নির্দেশে তালা দেয়া হয়েছে বলেন জানান তিনি।


ভুক্তভোগী ব্যবসায়ী রানা জানান, আমি ব্যক্তিগত কাজে সোনাগাজীর বাহিরে আছি। আমার মালিকপক্ষের সাথে আমার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত সে অনুযায়ী ভাড়া ও আনুষঙ্গিক বিষয় নির্ধারিত সময়ের মধ্যে আমি পরিশোধ করে আসছি। এর মধ্যে বিএনপি নেতা নব্য চাঁদাবাজ আলমগীর আমার কাছে ২ লক্ষ টাকা বখশিস (চাঁদা) দাবি করেন অন্যথায় দোকান ছেড়ে দিতে বলেন। আমি অস্বীকৃতি জানালে আমার দোকান বন্ধ করে দেওয়াসহ আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় আলমগীর। দোকানের কর্মচারীকে পিটিয়ে বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দিয়েছে। আমি বনিক সমিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের নিকট সহযোগিতা কামনা করছি ।


সোনাগাজী মডেল থানার ওসি বায়োজিদ আকন বলেন, ফেসবুকে দেখে খবর নিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com