
রাজবাড়ির কালুখালীতে তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়া একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।
আটককৃত আব্দুল্লাহ আল মামুন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) শিক্ষক। তার বাড়ি খুলনার পাইকগাছা।
বলাৎকারের শিকার ওই ছাত্ররা হলেন, সোহান মৃধা (১৪), রোমান দড়ি (১২) ও মো: মাহমুদুল ইসলাম (১২)।তারা সবাই কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কাওমী মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) ছাত্র।
কালুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু ছাত্রকে গত ৩ মাস ধরে বিভিন্ন বাহানায় তার রুমে ডেকে বলৎকারের চেষ্টা করে। ভয়ে ওই শিশুরা তার পরিবারকে কিছু না জানালেও স্থানীয় টের পেয়ে ওই শিক্ষককে আটক করলে দোষ স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।
ওসি মুহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]