নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৮:৩৬
নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


১৯ মার্চ, বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের নারী পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।


মানববন্ধনে ধর্ষক রাকিব মিয়া ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। দেশে এতো ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধীরা ধরা ছোয়ার বাইরে। তাদের কোন বিচার হচ্ছে না। অনতিবিলম্বে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের মৃত্যুদন্ড দেয়া হোক। তা না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। তারা আগামি ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক ও ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওয়তায় আনার দাবি জানান। তা না হলে রায়পুরা থানাসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলেও হুমকি প্রদান করে।


এর আগে গত রোববার (১৬ মার্চ) রাতে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের এক তিন সন্তানের জননী (৪০) এক হিন্দু নারী ধর্ষণের শিকার হয়। এসময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে তার সহযোগীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী—স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় ধর্ষর্ণকারীরা।


এ ঘটনার পরের দিন(১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদি হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামী করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ এখনো পর্যন্ত (১৯ মার্চ) কাউকে গ্রেফতার করতে পারেনি।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com