
মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খুলনার মো. আলী মোল্লা (৩৬) নামের স্থানীয় এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মো. আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের তাগীদে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের পারহাউজ রোড এলাকায় এ ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটে। ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুরে ভুক্তভোগী শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত ব্যক্তি। এরপর সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। কিন্তু শিশুটির চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত আলীকে ধরে ফেলে। ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। এতে স্থানীয়দের মাঝে তৈরি হয় উত্তেজনা। অভিযুক্তকে গণধোলাই দিয়ে তুলে দেয়া হয় পুলিশের হাতে।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]