
ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে ছাত্রলীগ সন্দেহে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার নাম আবদুল্লাহ আল নোবেল। সে ফেনী শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে।
মহিপালে ছাত্রদের মিছিলে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৭ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।
জানা গেছে, নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তবে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর রোববার পরীক্ষা দিতে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাকে বাধা দেয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালা উদ্দিন বলেন, নোবেল ক্যাম্পাসে রাজনীতিতে সক্রিয় না থাকলেও পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত। গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। বিভিন্ন ছবি ও ভিডিওতে তার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। পৌর ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নোবেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা নেই। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। ৪ আগস্টের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]