প্রবাসীর স্ত্রীকে হত্যা, দুদিন পরও গ্রেফতার হয়নি আসামি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৭:১৪
প্রবাসীর স্ত্রীকে হত্যা,  দুদিন পরও গ্রেফতার হয়নি আসামি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সোনাগাজীতে লাইলী আক্তার তানিয়া (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার (১৬ মার্চ) রাতে রনি নামে এক যুবককে আসামি করে থানায় মামলা করেন নিহতের মা মানোয়ারা বেগম। ৪৮ ঘণ্টা পরও গ্রেফতার হয়নি অভিযুক্ত আসামি। গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।


জানাগেছে, ১৫ মার্চ, শনিবার রাত আটটার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামের শাহাব উদ্দিনের ভাড়া বাসায় খুন হয় সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী লাইলী আক্তার তানিয়া। তিনি দুই ছেলে নিয়ে ওই ঘরে ভাড়া থাকতেন।


নিহতের পরিবার জানায়, কিছুদিন পূর্বে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে দোকান কর্মচারি মো. রনির সঙ্গে তার পরিচয় হয়। তার মুঠোফোনের নাম্বার সংগ্রহ করে এরপর থেকে তাকে প্রেমের প্রস্তাবে উত্ত্যক্ত করে আসছে রনি। সে উপজেলার চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে।


বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস পুর্বে তাকে চাকুরিচ্যুত করেন। এরই জেরে রনির স্ত্রী এবং তানিয়ার স্বজনদের মধ্যে কলহ দেখা দেয়।


এতে ক্ষিপ্ত হয়ে রনি প্রকাশ্যে তানিয়াকে হত্যার হুমকি দেয়। তার পরিবারের দাবি, মো. রনি ও তার সহযোগীরা তানিয়াকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছেন।


এ ঘটনায় লাইলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে, রবিবার রাতে রনিসহ অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, তানিয়ার গলার দুপাশে দুটি নখের আঁচড়ের দাগ ছিল । ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। গলায় থাকা স্বর্ণের চেইন, আলমারিতে থাকা নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোফোনটি লুট করেছে দুর্বৃত্তরা।


সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকে রনি আত্মগোপনে রয়েছেন।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com