
ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
সোমবার (১৭ মার্চ) তিনি রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলাপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনয়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক রাশেল আলীসহঅন্যরা।উপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে।
এ কাজে তিনিসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত থাকবেন। তিনি আরও জানান,যাচাই-বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
প্রসঙ্গত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪৬২১টি স্পেশাল ভিজিএফের কার্ড বরাদ্দ করা হয়।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]