পালিয়ে গিয়ে বিয়ের ৩ মাস পর
স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৬:২২
স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রতিবাদে মানববন্ধন
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদ্রাসা ছাত্রী পালিয়ে গিয়ে বিয়ে করার ৩ মাস পর স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। মামলায় স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।


জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে ইসাহাক আলীর বাড়িতে একই গ্রামের দুলাল গাজী ও তার ছেলে হৃদয় গাজী রাজমিস্ত্রির কাজ করত। এসময় হৃদয় গাজীর সাথে ইসাহাক আলীর মেয়ে মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের জেরে মেয়ে গিয়ে ছেলের বাড়িতে উঠলে মেয়ে নাবালিকা হওয়ায় স্থানীয়রা মেয়েকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়। দ্বিতীয়বার আবার তারা পালিয়ে গিয়ে নোটারীর মাধ্যমে এফিডেফিট করে স্থানীয়ভাবে গ্রাম্য সরার মাধ্যমে তাদের বিয়ে হয়। তিন মাস সংসার করার পর মেয়ে পাশের বাড়ির একটি ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হলে সংসারে মনোমালিন্য দেখা দেয়। ১৩ মার্চ মেয়ে তার পিতার সাথে বাড়ি গিয়ে আর ফিরে না এসে ১৬ মার্চ ইন্দুরকানী থানায় তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণ এবং শ্বশুরকে ধর্ষণে সহযোগী উল্লেখ করে মামলা করে।


অপরদিকে এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সোমবার (১৭ মার্চ) দুপুরে দক্ষিণ ভবানীপুর গ্রামে একটি মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।


মানববন্ধনে ছেলের মা হাসিনা বেগম জানায়, সনিয়া (ছদ্দনাম) তার ছেলেকে ভালবেসে বিয়ে করে। সে আমার ছেলের সাথে তিন মাস সংসারও করেছে। সম্প্রতি আমার পুত্র কিছুদিন বাড়ীতে না থাকার সুযোগে পুত্রবধূ পাশের বাড়ীর একটি ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এই নিয়ে অশান্তির সৃষ্টি হলে সনিয়া আমার ছেলে এবং আমার স্বামীর নামে ধর্ষন মামলা করেছে। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।


ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক,তার বিয়ের বয়স হয়নি। তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। মেয়ে মামলা দেওয়ায় ছেলে ও তার পিতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছি।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com