
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শুকলাল পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আসামী সোহাগ হোসেন ওরফে শুকলাল বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়।ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্টিলের তৈরি ব্যাটন উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামি সোহাগ হোসেন ওরফে শুকলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]