
সাভারের আশুলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। তবে অভিযুক্তের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার রাতে আউকপাড়া এলাকায় ওই চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তার প্রতিবেশী ভাড়াটিয়া মিলন মিয়া। পরে শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আটক মিলন মিয়া রংপুর জেলার মিঠাপুকুরর থানার লালপুকুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]