ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২৩:১০
ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“নিজ শহর পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ্য থাকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।


ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে রোববার (১৬ মার্চ) দুপুর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাস জুড়েই চলবে এ অভিযান।


জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ অভিযানে অংশ নেন জেলা যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, সদর উপজেলা যুবদলের রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনি সহ দলটির অন্যান্য নেতা কর্মীরা।


জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান আসলে বাসাবাড়ি সহ আবাসিক এলাকা গুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার একটা প্রবনতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলিতেও ময়লা জমা হয়ে থাকতে দেখা যায় এবং ঈদ বাজারের কারনে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। আমরা এ জন্যই আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচী পুরো রমজান জুড়েই চলবে।


বিবার্তা/বিধান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com