
গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টার সময় স্থানীয়দের প্রতিরোধে প্রতারক কসাইরা পালিয়ে গেছে।
১৬ মার্চ , রবিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হরিপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছে। রবিবার ভোরে দেহট্ট গ্রামের একটি ভুট্টাখেতের পাশে একটি ঘোড়া জবাই করা হলে গ্রামবাসী তা টের পেয়ে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে জড়ো হলে অবস্থা বেগতিক দেখে কসাইরা পালিয়ে যায়। এসময় তারা জবাইকৃত ঘোড়ার মাংস, একটি মরা ঘোড়ার বাচ্চা ও একটি মোটরসাইকেল ফেলে যায়।
গ্রামবাসী জানায়, এই গ্রামের রনজু ও মেহেদী এ ঘটনার সঙ্গে জড়িত।
এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, এই প্রতারক চক্রটিকে পুলিশ ধরার চেষ্টা করছে। শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে।
ইউএনও আরিফুজ্জামান জানান, জবাইকৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে দেয়া হয়েছে এবং জীবিত ঘোড়াটিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে।
বিবার্তা/বিধান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]