দৌলতদিয়া যৌনপল্লীর সর্দার ও তার স্বামী গ্রেফতার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২২:৫১
দৌলতদিয়া যৌনপল্লীর সর্দার ও তার স্বামী গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের সর্ববৃহৎ যৌনপল্লী দৌলতদিয়ার সর্দার ঝুমুর বেগমকে (৪২) ও তার স্বামী ইউপি সদস্য জলিল ফকিরকে (৪৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।


এর আগে গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী সংলগ্ন হোটেল নিরালা বোডিংয়ের সাত নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী সর্দারনী ছিলেন। তিনি ৫ আগস্টের আগ পর্যন্ত যৌনপল্লীর ভেতরে প্রভাব বিস্তার করে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। গ্রেফতারের সময় একটি বিদেশি মদের বোতল ও দুটি রয়্যাল ডাচ বিয়ারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, ঝুমুর বেগম বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। হাবিবুর রহমানের ক্ষমতার প্রভাবে তিনি যৌনপল্লীতে প্রতিষ্ঠা করেন অসহায় নারী ঐক্য সংগঠন। এ সংগঠনের সভাপতি পদ ব্যবহার করে তিনি পল্লীর যৌনকর্মীদের নিয়ন্ত্রণ করতেন। পরিচালনা করতেন মাদক ব্যবসা ও জুয়ার আসর।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com