
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে রবিবার (১৬ মার্চ) বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ও নাটকীয়তা চলে। এতে দীর্ঘদিনের গ্রুপিং আরও প্রকাশ্যে রূপ নেয়। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিএনপির এক গ্রুপের কার্যালয় ভাঙচুর ও এক কর্মী আহতের অভিযোগ উঠেছে। উত্তেজনার কারণে দুপুর পর্যন্ত এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
বর্তমানে প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপির এক পক্ষ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী এবং অপর পক্ষ বিএনপির মনোনয়নপ্রত্যাশী কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী।
রবিবার (১৬মার্চ) সকাল থেকে কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা হামলার প্রতিবাদে পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীসহ দলীয় নেতারা।
কর্ণেল গ্রুপের কর্মসূচির শেষ দিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা পাকেরহাট জাকির মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আখতারুজ্জামান গ্রুপের ছাত্রদল কর্মী সাব্বির হোসেন আহত হন এবং তাদের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। তবে কর্ণেল গ্রুপের দাবি, তারা কার্যালয় ভাঙচুর করেন নি।
কর্ণেল গ্রুপের দাবি, দিনাজপুর-৪ আসনে বিএনপির ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়ার পর থেকেই আখতারুজ্জামান গ্রুপ তাদের ওপর হামলা চালায়, যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। অন্যদিকে, আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা কর্ণেল গ্রুপকে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কায় তাদের নিরুৎসাহিত করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে কর্মসূচি করতে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]