
সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আটজন আহত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য চাঁদা উত্তোলন নিয়ে আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শনিবার ইফতারের আগে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের আজাহার আলী (৫০) গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]