
ফেনীর সোনাগাজীতে এক শিশু (১১) কে শ্লীলতাহানির ঘটনায় কামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ মার্চ, শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি।
জানাগেছে, গত ১৪ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার চর লামছি গ্রামের একটি শিশু (১১) স্থানীয় কমান্ডার বাজার 'কামাল স্টোরে' চিপস কিনতে যান। এসময় দোকানের মালিক কামাল উদ্দিন শিশুটিকে ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। কিছু পথচারী দৃশ্যটি দেখতে পেয়ে ভিকটিমের পরিবার ও থানায় খবর দেন।
এদিন রাতে সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ভিকটিমের পরিবার।
১৫ মার্চ, শনিবার সকালে এজাহারনামীয় আসামী কামাল উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন সোনাগাজী থানার এসআই সৈয়দ মোহাম্মদ আহসানুল হক।
সে আমিরাবাদ ইউনিয়নের চর লামছি গ্রামের আবুল কালাম মেম্বার বাড়ির মো. মোস্তফার ছেলে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ বায়েজীদ আকন বলেন, ধৃত আসামিকে ১৫ মার্চ বিকালে ফেনী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]