
বান্দরবান জেলার লামা উপজেলায় ২৩ হাজার ৩০২ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩০২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৫৬ জন শিশু রয়েছে।
১৫ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এ ক্যাপসুল খাওয়ানো হয় বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলরজিষ্ট (ইপিআই) ফখরুল ইসলাম।
তিনি জানান, ৬-১১ মাস বয়সের শিশুদের নীল ও ১১-৫৯ মাস বয়সের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ২৯০জন স্বাস্থ্য কর্মী দায়িত্ব পালন করেন। এদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত, স্যানেটারি ইন্সপেক্টর খুকু মনি বড়–য়া ও স্বাস্থ্য পরিদর্শক সমীরন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এবারে লক্ষ্যমাত্রা ছিল উভয় বষয়ী ২৩ হাজার ৯৮৫ শিশু।
এদিকে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন দত্ত বলেন, ‘সব শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুলের আওতায় আনা আমাদের প্রধান লক্ষ্য, যাতে তারা সুস্থ থাকতে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কোনো শিশুই যেন অপুষ্টির কারণে ঝরে না পড়ে। তিনি আরও জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তায় মোটামুটি কোন শিশু ভিটামিন-এ প্লাস থেকে বাদ পড়েনি।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]