সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২১:২৩
সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১২ এর সদস্যরা।


শনিবার (১৫ মার্চ) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিনব কায়দায় লাগেজের ভিতর মাদকদ্রব্য পরিবহনকালে ২৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।


র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে আলীম এর ভ্রাম্যমান দোকানের সামনে রাস্তার উপর” একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকা জব্দসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা।


গ্রেফতারকৃত আসামিরা, মো. বিল্লাল মিয়া (২৯), পিতা- মো. বাদশা মিয়া, সাং- উক্তর বহুলাচরা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, ২। মো. আজহারুল ইসলাম নয়ন (২২), পিতা- মোঃ আব্দুল আলীম, সাং- বরুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।


গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/কাইয়ুম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com