
ধর্ষণ ও ব্যাপক হারে নারী নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ, শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার দ্রুত না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। দ্রুত বিচার ব্যবস্থাসহ ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক আমিনুল আশ্রাফ, সোহেল রানা ও মুশফিক রহমান মৃধা জামিসহ প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]