
নওগাঁর রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, মাদক কারবারী, সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছে।
১৪ মার্চ, শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন, উপজেলা ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২), ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০), গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মন্ডল (৫৮), ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে আব্দুস সামাদ।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান, বিস্ফোরক মামলায় জড়িত সন্দেহে উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে নিশানকে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে মাছ চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে বাবু মন্ডলকে। এছাড়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদ প্রামানিককে গ্রেফতার করা হয়েছে।
১৫ মার্চ, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]