স্কুল ছাত্রীকে অপহরণ করে বিয়ের অভিযোগ যুবকের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৮:১৬
স্কুল ছাত্রীকে অপহরণ করে বিয়ের অভিযোগ যুবকের বিরুদ্ধে মামলা
না‌জিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে হন্যে হয়ে খুঁজে ফিরছেন বাবা-মা।


এ নিয়ে নাজিরপুর থানায় বাদী হয়ে বাবা লিটন মন্ডল একটি অপহরণ মামলা করেন। অভিযুক্ত নয়ন শিকারী ও মেয়েকে উদ্ধারের অভিযান চালাচ্ছে পুলিশ।


গত (২ মার্চ) সকাল ১০ টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ের বাবা ৪ জনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেন।


আসামিরা হলেন, নয়ন শিকারী, সুজিত শিকারী, চয়ন শিকারী, অজিত শিকারীসহ অজ্ঞাত ৩জন।


মামলা ও মেয়ের পরিবার সূত্রে জানা যায়, নয়ন শিকারী দীর্ঘদিন ধরে মেয়ের বাড়ীতে দিনমজুর হিসাবে কৃষি কাজ করত। সেই সুবাদে মেয়ের সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে স্কুলের যাওয়ার পথে কয়েকজন বখাটে নিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং শাঁখা-সিঁদুর পরিয়ে একটি ছবি ভাইরাল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


মেয়ের মা কবিতা মন্ডল জানান, আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায়, সেদিন ২ তারিখও একইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে নিখোঁজ আমার মেয়ে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি আমার মেয়ে কখন ফিরবে।


মেয়ের দাদু নারায়ন চন্দ্র মন্ডল বলেন, থানায় গিয়ে আমি কোন বিচার পাই নাই, ১৫-১৬ দিন আমাকে থানা পুলিশ ঘুরাচ্ছে, তারা আমার নাতনিকে উদ্ধার করে দিচ্ছে না,তারা যেভাবে বলছে আমি সেভাবেই কাজ করছি। আমার নাতনিকে না পেলে আমি আত্মহত্যা করব।


স্থানীয় স্কুল শিক্ষক বিপুল মৃধা বলেন, ঐশি অনেক মেধাবী। ও আমার ছাত্রী, আমি শুনেছি একদল সন্ত্রাসী ওকে অপহরণ করে নিয়ে গেছে।


নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া (১৫ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নয়ন শিকারী বাদীর বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসত সেইভাবে আস্তে আস্তে তাদের মাঝে সম্পর্কের তৈরি হয়, এ সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে মামলা হয়েছে, আসামি গ্রেফতার ও তদন্ত চলমান রয়েছে, ভিক্টিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আশা করি শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব।


বিবার্তা/ম‌শিউর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com