
মাগুরায় শিশু আছিয়ার নির্যাতন ও হত্যাকারীদের অতিদ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালামোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা বক্তব্য দেন।
এতে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, আছিয়ার মৃত্যুর পরে সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। কিন্তু মৃত্যুর আগে কেনো এমন কার্যক্রম নেওয়া হলো না। এ ছাড়া সারা দেশে প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। তার দ্রুত পদত্যাগ দাবি করছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]