
কুষ্টিয়ার দৌলতপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে। এ ঘটনায় ৫৫ বছর বয়সী সাহাজুল ফকির নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে শুক্রবার (১৪ মার্চ) কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড়বাজার আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ দুপুরে শিশুটি তার বাড়িতে একা ছিল। এসময় একই এলাকার সাহাজুল ফকির শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তার মা দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে দেখে ফেলে। এ সময় সাহাজুল ফকির ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করা হলে শিশুটির বাবা আপস মীমাংসা করতে রাজি হননি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত সাহাজুল ফকিরকে থানায় নিয়ে আসেন।
পরে শিশুটির বাবা রাতেই দৌলতপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এ ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, অভিযুক্ত সাহাজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটি আদালতে জবানবন্দিও দিয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]