মোংলায় জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৯:৩১
মোংলায় জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার (১৪ মার্চ) বিকালে ইসলামী আর্দশ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা-রামপাল বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং নায়েবে আমির এ্যাড. মাও. শেখ আ. ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পৌর জামায়াতের আমির এম এ বারী, মোংলা উপজেলা নায়েবে আমির ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মো. কোহিনুর সরদার, পৌর নায়েবে আমির মুফতি মাও. মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাড. মো. হোসেন, পৌর জামাতের সহ-সেক্রেটা মো. আবিদ হাসান, মোংলা পৌর ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুর রহমান, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী ইদ্রিস আলী মোল্যা, টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা আবু সাইদ খান, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. লোকমান হোসেন, ৭ নং ওর্য়াড জামাতের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফাসহ অন্যান্য নেতাকর্মীরা।


উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সেক্রেটারী মো. মাহমুদ হাসান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সভাপতি মো. রবিউল ইসলাম। এসময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


বিবার্তা/জাহিদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com