
পঞ্চগড়ে ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সিভিল সার্জন কার্যালয় হলরুমে জেলা সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, এবছর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সি ১৮ হাজার ৪৩০ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৪২ হাজার ৭২২ জন শিশুকে ১টি করে লাল ক্যাপসুল খায়ানো হবে। ক্যাম্পেইন উপলক্ষে
জেলায় ১ হাজার ৭৬ টি কেন্দ্রে ২ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবী ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবেন বলে জানান তিনি। এসময় সংবাদ সম্মেলনে জেলার ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]