
হিলিতে জাতীয় ভিটামিন ”এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন শুরু হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইলতুতমিশ আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, পরিবার পরিকল্পনা অফিসার ডা. তাহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী সাধারণ সম্পাদক মো. ছামিউল ইসলাম আরিফ, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার সহ ইমাম ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে কোন শিশুই যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, আগামী ১৫ই মার্চ ৬ থেকে ১১মাস বয়সি শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া হাসপাতালসহ উপজেলার মোট ৯৭ টি কেন্দ্রে ১১ হাজার একশ ৭০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সের শিশুর সংখ্যা ১২১০ জন বলে বলেন তিনি।
বিবার্তা/রব্বানী /এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]