ঝিনাইগাতীতে ইসি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৭:০৩
ঝিনাইগাতীতে ইসি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন পালন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।


বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।


এ সময় উপজেলা নির্বাচন অফিসের সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ইমরান আলী, স্কানিং এন্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর মো. মুসলিম মিয়া, অফিস সহায়ক মো. ছানা মিয়ানসহ অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com