নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৩:৩৩
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নে চর-জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।


বুধবার (১২মার্চ) রাত সাড়ে আটটার দিকে চর জয়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে।


নিহত আকরাম শেখ চর-জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নে চর-জয়নগর গ্রামে আনসার জমাদ্দার গ্রুপের সাথে একই গ্রামের হেকমত শেখের গ্রুপের সাথে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের দোকানে চা খেতে গেলে পিছ থেকে আনসার জমাদার গ্রুপের ১৫/২০ জন মিলে আকরাম শেখকে ঘিরে ফেলে তাকে রাম দা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও ইব্রাহীম মোল্যা।


নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছে। তবে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com