
নড়াইলের লোহাগড়া উপজেলায় চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই শিশুর সৎ দাদি রাবেয়া বেগমকে (৬০) আটক করা হয়েছে।
বুধবার (১২মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ভুক্তভোগীর বাড়ির পেছনের পুকুরের কাঁদার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাৎ হোসেন মোল্যা চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর- শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎ হোসেনসহ তার মাকে ২য় বিয়ে করেন। ইব্রাহিম মোল্যার মা রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে বুধবার দুপুরে শাহাদাৎ-এর মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকালের এর পর শাহাদাৎ হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। রাত ৭টার দিকে হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে একই গ্রামের নাম প্রকাশ না করার শর্তে একজন জানায়, বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখে ছিলেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে দেখে কাদাঁর ভিতর শাহাদাৎ মাথা মাটিতে পুতে রাখা মরদেহ।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]