
শেরপুরের ঝিনাইগাতীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলগুলোর আরও ৩ আরোহী।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইগাতী–গজনী সড়কের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। এ দুর্ঘটনায় আহতরা হলেন, কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাংটিয়া এলাকায় দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। স্থানীয়রা ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
থানার ওসি নাজমুল হাসান সাংবাদিকের বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]