
মাউন্ট মাউঙ্গানুইয়ে টেস্ট ক্রিকেটে অনন্য কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। একই টেস্ট ম্যাচে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হয়ে গেলেন এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে এই অসাধারণ কীর্তি গড়েন কনওয়ে।
রবিবার (২১ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিনের চা বিরতির ঠিক আগে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কনওয়ে সেঞ্চুরি হাঁকান। এর আগে প্রথম ইনিংসে করেন দুর্দান্ত ২২৭ রান, যা স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে সহায়তা করে। এর মাধ্যমে ৩৪ বছর বয়সী কনওয়ে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করা বিশ্বের মাত্র ১০জন ক্রিকেটারের একজন হয়ে গেলেন। এটি কনওয়ের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
মাউন্ট মঙ্গানুইয়ে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। কনওয়ে করেন ১৩৯ বলে ১০০ রান। এতে ৪৬২ রানের বিশাল টার্গেটের মুখে পড়েছে ক্যারিবিয়ানরা। এর আগে ক্রাইস্টচার্চ টেস্ট ড্র হয়েছিল এবং ওয়েলিংটনে ৯ উইকেটে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ রান তাড়ায় নেমে বিনা উইকেটে ৪৩ রান তুলেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]