
পাবনার অবৈধ ইউনিলাইক স্যালাইন কোম্পানির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১২ মার্চ, বুধবার সকাল ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে ইসলামিয়া হোটেল ও ইউনিলাইক স্যালাইন কারখানা দুটি জরিমানা প্রদান করা হয়েছে।
অভিযানে ইসলামিয়া হোটেল, টার্মিনাল রোডে ইফতারি পণ্যে মুল্য তালিকা না থাকায় হোটেলটিকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া, শিবরামপুরে অবস্থিত ইউনিলাইক স্যালাইন নামের কারখানার বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন প্রচার এবং পণ্যের ওজন পরিমাপে কম হওয়া নিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানটি পরিচালিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বারা এবং এ সময় অভিযানে সহায়তা প্রদান করেন সদর আনসার ব্যাটেলিয়নের একটি টিম।
এছাড়াও, দুপুর ১২টা থেকে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে “নিরাপদ স্বাস্থ্যকর ইফতারি পরিবেশন” বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন নিরাপদ খাদ্য নির্দেশকরা, যারা ব্যবসায়ীদের নিরাপদ খাবার প্রস্তুত ও পরিবেশন বিষয়ক নির্দেশনা প্রদান করছেন। এ ধরনের অভিযান এবং সচেতনতা সেমিনারের মাধ্যমে ভোক্তা অধিকার সুরক্ষা এবং নিরাপদ খাদ্য পরিবেশন নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে।
বিবার্তা/পলাশা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]