
সাতক্ষীরার তালায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে পুরাতোন সরকারী বিদে উচ্চ বিদ্যালয় মাঠে তালা সদর ইউনয়ন জামায়াতের আমীর মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সচিব অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ দিন ধরে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। এই ইসলামী আন্দোলন করতে গিয়ে অনেক আলেমেদ্বীনককে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। শেখ হাসিনা ১৫ বছর ধরে এদেশের আলেম সমাজের উপর অন্যায় ভাবে জুলুম চালিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করতে হাজার হাজার জামায়াতে ইসলামী’র নেতা কর্মী কে মিথ্যা মামলায় কারাগারে আটক করেছিলো। দীর্ঘ ১৫টি বছর কোনো নেতাকর্মী কে ঘরে ঘুমাতে দেয়নি।
এরআগে দুপুর ২ টায় তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিল এবং সকালে মহান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিবার্তা/সেলিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]