
সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংস,হরিন শিকারের ফাঁদসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১২ মার্চ) রাত ৮ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোন নলিয়ান কর্তৃক সুন্দরবনের শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ৮০ টি ফাঁদসহ ৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারীরা হলেন, মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মো. মামুন (৩৫)। আটককৃতরা সকলে খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]