
ফেনী সদরের ধলিয়া ব্রিকসের ৩লক্ষ টাকা ও ছাগলনাইয়ার আবদুর রহমান ব্রিকসের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষিজমির মাটি সংরক্ষণ ও লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ জরিমানা করা হয়।
১২ মার্চ, বুধবার দিনব্যাপী পরিবেশ দপ্তর ফেনী ও ছাগলনাইয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিবু দাস এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ফেনী সদরের ধলিয়া ব্রিকস ও ছাগলনাইয়া উপজেলার আবদুর রহমান ব্রিকসে পৃথক অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না থাকায়, অবৈধভাবে ইট প্রস্তুত করা, ফসলি জমির মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা করায় ধলিয়া ব্রিকসের ৩লক্ষ টাকা ও রহমান ব্রিকসের ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময় আবদুর রহমান ব্রিকস ইটভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন ও পরিদর্শক শাওন শওকত উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও আনসার সদস্যরা ।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ফসলি জমি রক্ষায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]